সরওয়ার কামাল শ্রাব্য কিংবা লেখ্য যে রূপেই হোক, কবিতার বাহন ভাষা, আর ভাষার প্রধান অবলম্বন কবিতা। বাঙ্গালির ভাবচর্চা কবিতাশ্রয়ী। বাঙালি সংস্কৃতির নান্দনিক অভিব্যক্তিগুলো কাব্যময়, জ্ঞাপনকৌশল কলাময় । বাংলা সাহিত্যেরও প্রধান ধারা কবিতা। শুধু বাংলায় কেন, পৃথিবীর সমস্ত ভাষার, ভাষিক উৎকর্ষতার, চিন্তা ও সাহিত্যের শ্রেয়তার নিদর্শন হল কবিতা। কথাশিল্পীদের ওপর কবিতার আছর না পড়া পর্যন্ত আমরা তাদেরকে কথাশিল্পী বলা যাবে কি না ভেবে দেখি। মানুষের সৃজনশীল কল্পনার ও নান্দনিক চিন্তাকল্পের মূল জায়গা কবিতা। কাজেই কবিতা বাদ দিয়ে সাহিত্যকে ঠিক শিল্পের জায়গায় আনা যায় না। সুনির্দিষ্ট জরিপের নজীর না দিয়েও বলা যায়, বাঙালি মাত্রই কবি হতে চায়, কবি হতে না পেরেই কেবল অন্য কিছু হয়। অথচ জীবনানন্দ দাশতো বলেছেনই যে সবাই কবি না, কেউ কেউ কবি। অদ্যাবধি সেই স্বীকার্য সত্যের বিপরীতে দাঁড় করানো যায় এমন আরোহমূলক প্রামাণ্যযুক্তি সাহিত্য জগতে পাওয়া যায় নি । নিছক গায়ের জোরে আর প্রভাবের বলে কেউ চাইলেই কবি হতে পারে না। তেমনিভাবে অযৌক্তিকভাবে ঘোষণা দিয়ে কাউকে কবি অভিধায় ভূষিত করা যায় না। কবিতার বইয়ের বিপণনকর্মী হিসেবে সফল...
Philosophical and Cultural issues.